কার প্রেম ভুলতে পারবেন না মাহি?

Share Now..

চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবেসে নতুন সংসার পেতেছেন। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে গত বছরের ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর থেকে ভালোবাসা, খুচরো মান-অভিমান আর খুনসুটিতে বুনে চলেছেন সংসারের নকশীকাঁথা।

মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয়ে নানান পোস্ট দেন। কখনো সেটা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ-উচ্ছ্বাস, কখনো আবার তৈরি হয় কৌতূহল ও প্রশ্ন।
বুধবার (২০ জুলাই) তেমনই একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘তোর প্রেম তো ভোলা যাবে না’।

মাহির এই স্ট্যাটাস দেখে প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি? কার প্রেম ভুলতে পারবেন না তিনি? সেটা কি বর্তমান স্বামী রাকিব সরকার? নাকি প্রাক্তন স্বামী ও প্রেমিক পারভেজ মাহমুদ অপুকে ইঙ্গিত করে কথাটি বলেছেন নায়িকা? প্রশ্নগুলো নিরুত্তর। কারণ মাহি নিজে কিছুই খোলাসা করেননি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। এরপর বিয়ে করেন রাকিব সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *