কালিগঞ্জের বিষ্ণুপুর চৌমুহনী বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে মতবিনিময়

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সাতক্ষীরা’র কালিগঞ্জের বিষ্ণুপুর চৌমুহনী বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌমুহনী বাজারে। চৌমুহনী বাজার বণিক সমিতির সদ্য সাবেক সভাপতি মঈনুল আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও বাজার বণিক সমিতির উপদেষ্টা পল্লী চিকিৎসক শ্যামল চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌমুহনী বাজার বণিক সমিতির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম। চৌমুহনী বাজার বণিক সমিতির উপদেষ্টা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার ঘোষ। উপদেষ্টা শেখ আব্দুল কুদ্দুস। উপদেষ্টা শেখ আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার বণিক সমিতির সদ্য সাবেক সহ-সভাপতি শেখ রুহুল আমিন (মেম্বর), সদস্য পল্লী চিকিৎসক সঞ্জয় সরকার, রামকৃষ্ণ কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ (কানু), আলহাজ্ব আব্দুস সালাম, আবু সাঈদ, আশরাফুল কারিকর, সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ সেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ ইউনুস আলী, জামসেদ মোড়ল, মনিরুল ইসলাম, খলিল মোড়ল, রমেশ সরকার, প্রসেনজিৎ কর্মকার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক সহ চৌমুহনী বাজারের সকল ব্যবসায়ী দোকানদারবৃন্দ। চৌমুহনী বাজারের উন্নয়ন ও নির্বাচন সহ সার্বিক বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহীত হয়।

8 thoughts on “কালিগঞ্জের বিষ্ণুপুর চৌমুহনী বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *