কালিগঞ্জে আনসার ও ভিডিপি’র সচেতনামূলক সভা
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কোম্পানি কমান্ডার ফয়সাল মিজান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহে সদ্য যোগদানকৃত জেলা কমান্ড্যান্ট পিভিএম মোঃ মিজানুর রহমান। এ সময়ে প্রধান অতিথি উপজেলার ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারের সাথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন ও তাদের খোঁজখবর নেন। এ সময়ে উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা লিটন মাহমুদ ও চম্পা খাতুন সহ উপজেলার ৫০ জন ভাতাভোগী সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
Step into the world of endless fun and rewards join now Lucky Cola