কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেডের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস
\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
কালিগঞ্জে ইউসিসিএ লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের এ নির্বাচন সম্পন্ন হয়। চেয়ার প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আশরাফ হোসেন আনারস প্রতীকে ২৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস তালা চাবি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবুল কালাম আজাদ মাছ প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন। ৬ টি বøকে সদস্য পদের মধ্যে ৫ টি বøকের সদস্যরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। একমাত্র ৪ নং গড়ুই মহল কেএসএস লিমিটেডের সাইফুল ইসলাম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পূর্ব গোবিন্দ কাটি কেএসএস লিমিটেডের শশাঙ্ক কুমার সরকার ৩ ভোট পেয়েছেন। ১নং বøক পূর্ব কালিকাপুরকে এস এস লিমিটেডের জি,এম হায়াত মাহমুদ, ২নং বøক দুধলী কে এস এস লিমিটেডের গাজী ইলিয়াস সাহা, ৩নং বøক পূর্ব সোনাতলা কে এস এস লিমিটেডের সাইফুল ইসলাম, ৫নং বøক বাথুয়াডাঙ্গা কেএসএস লিমিটেডের এবাদুল্লাহ এবং ৬নং বøক ভাড়াশিমলাকে এস এস লিমিটেডের ফারুক হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৯০ ভোটারের মধ্যে ৮৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।