কালিগঞ্জে ফসলের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা
\ ভ্রম্যমান প্রতিনিধি \
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুনের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে কে বা কারা ঘাস মারা ঔষধ ফসলি জমিতে স্প্রে করে। এতে জমিতে থাকা সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। আর মাত্র এক সপ্তাহ পর থেকেই পটল তোলা শুরু করবে। এই মুর্হুতে এমন ক্ষতি করায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এছাড়াও সাথী ফসল রসুনও পুড়ে নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক জাহিদুল ইসলাম বলেন, আমার একবিঘা জমির ধরন্ত পটল গাছ ও রসুন গাছ ঘাস মারা ঔষধ দিয়ে নষ্ট করে দিয়েছে। ফসল চাষ করতে আমার এ পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা । আমার আশা ছিল চার লক্ষ টাকার ফসল বিক্রি করব। ফসল পুড়িয়ে নষ্ট করে দেওযায় আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ যেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘাস মারা ঔষধ স্প্রে করে জাহিদুল ইসলামের ফসল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।