কালিগঞ্জ ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফিরোজ-রব্বানী-ও পিন্টু স্বপদে পুনর্নির্বাচিত
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮ ঘটিকা থেকে বেলা ২ টা পর্যন্ত সমিতির কালীগঞ্জ বাসস্ট্যান্ডে নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটে এই নির্বাচন পর্ব শেষ হয়। নির্বাচন ছাপ কমিটির আহŸায়ক সাংবাদিক ও প্রভাষক রফিকুল ইসলাম মন্টু জানায় মোট ৪৩ ভোটের মধ্যে ৪২ জন ভোটার ভোট প্রদান করেন। গতবারের প্যানেলকে পুনরায় নির্বাচিত করেন উক্ত প্যানেলে যথাক্রমে সভাপতি পদে ফিরোজুল হক, সহ-সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান, কোষাধক্ষ সম্পাদক পদে হাফিজুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান আকাশ, প্রচার সম্পাদক পদে রুহুল আমিন রুহুল, কার্যকরী সদস্য পদে হারুন অর রশিদ, বাবু কনজ বিশ্বাস, ও শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে নির্বাচিত এই প্যানেল সমিতির বিগত তিনটি নির্বাচনে একইভাবে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেন।