কালীগঞ্জের ফুলবাড়ী গ্রামের সন্ত্রাসী রিপন ও তাঁর বাহিনীর হাতে জিম্মি গ্রামের সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
স্টাফ রিপোটারঃ
ঝিনাইদহ কালীগঞ্জ বারোবাজারের ফুলবাড়ী গ্রামের মধ্যপাড়ার আনিসুর রহমানের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছেলে রিপন ও তাঁর সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি গ্রামের সাধারণ মানুষ।
অথচ তাদের বিরুদ্ধে নেই কোন আইনী ব্যবস্থা।
যার কারণে সন্ত্রাসী রিপন বাহিনী দিন দিন আরো বেপরোয়া হয়ে গ্রামের সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গ্রামের সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের রিপন,বদর ও সাইফুলের সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন গ্রামের শান্তি প্রিয় মানুষ।তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সাধারন মানুষ।প্রতিবেদক কে ওদের নাম বলতে ও ভয় পাই সাধারণ মানুষ।
সন্ত্রাসী রিপন,বদর ও সাইফুল সারাদিন মাদক সেবন ও মাদক ব্যাবসা করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
গত ০২/০৩/২২ তারিখে রিপন প্রতিবেশীর বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে না পেরে তাঁকে ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টা চালায়।
মহিলাটি আজ মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।
যার কারণে রিপন ও তাঁর পিতা ও তাঁর সন্ত্রাসী বাহিনীর নামে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
এলাকার সাধারণ মানুষের দাবী দ্রুত মাদক ব্যবসায়ী রিপন ও তাঁর বাহিনীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বললেই নেমে আসে মারধর সহ বিভিন্ন ধরণের অত্যাচার ও নির্যাতন।
সপ্তাহ খানেক আগে ফুলবাড়ী গ্রামের স্কুল শিক্ষক যিনি পিরোজপুর প্রাইমারী স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক রেজাউল মুন্সিকে রিপন,বদর ও সাইফুল বেধড়ক মারধর করেছেন।
এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না।
ফুলবাড়ী গ্রামের আবু বক্করের নিকট চাঁদা দাবী করে না পাওয়ার কারণে এই সন্ত্রাসী বাহিনী আবু বক্করকে মারধর করে ও জোর পূর্বক তাঁর গাছ কেটে নেই।
মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রিপন বাহিনীর ভয়ে এলাকার সাধারণ মানুষ কোন কথা বলতে পারে না।
বারোবাজারে একটি পুলিশ ফাঁড়ি থাকার পরেও তাদের বিরুদ্ধে কোন ধরণের আইনী ব্যাবস্থা না নেওয়ার কারণে দিন দিন তাঁরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যার ফল স্বরূপ আজ তাঁরা মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস পেয়েছে।
এলাকার সাধারণ মানুষের দাবী মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রিপন বাহিনীর বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ব্যাবস্থা গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করবেন।
ফুলবাড়ী গ্রামের সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করবেন।