কালীগঞ্জে অভিনব কায়দায় ছিনতাই।ছিনতাইকারী আটক।

Share Now..


স্টাফ রিপোর্টারঃ
সোনারবার বিক্রি হবে।কিছু নগদ টাকার দরকার।নিবেন আপা? অল্প টাকায় দিয়ে দিবো।এভাবেই ধোকা দিয়ে বোকা বানিয়ে মহিলাদের নিকট থেকে ছিনতাই করছে।কখনো টাকা আবার কখনো বা হাতের আংটি-সোনার চেইন।ইজিবাইকে যাত্রী উঠিয়ে নানা ছলচাতুরীর মাধ্যমে ছিনতাইকারীরা ছিনতাই করছে।এমনই এক ছিনতাইকারীর কবলে জেসমিন নাহার।শ্বশুরবাড়ি বালিয়াডাঙ্গা হতে বাবার বাড়ী শশারপাড়া যাবার সময় মেইনবাস্ট্যান্ড হতে ইজিবাইকে ওঠে জেসমিন।শহীদনূরআলী কলেজের নিকট পৌছানো মাত্রই তার হাতের-০৪টি আংটি ছিনিয়ে নেয় ইজিবাইক চালকের ড্রাইভার। জেসমিনের চিৎকারে পথচারীরা আটক করে চালককে।তার নাম ইউনুস।বাড়ী নিমতা(বন্দোবিলা)এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ইতিপূর্বে কালীগঞ্জ শহর হতে একই ভাবে ছিনতাইকারীরা ছিনতাই করে পালিয়ে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *