কালীগঞ্জে আগুনে ভস্মিভূত ইলেকট্রনিক্সের দোকান, আহত ১
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইহের কালীগঞ্জ শহরের আল্লারান ইলেকট্রনিক্সে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার েিক কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লারান ইলেকট্রনিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ¯’ানীয়রে সহযোগিতায় ড়ে ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।
প্রত্যক্ষর্শীরা জানায়, সকালে আল্লারান ইলেকট্রনিক্সে আগুন েেখ ফায়ার সার্ভিসকে খবর ওেয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য ুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন ােকান মালিক। তারা নিরাপআেশ্রয় নেন। একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনা¯’লে আসে। এরপর ¯’ানীয়রে সহযোগিতায় প্রায় ড়ে ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লারান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্র¯’ হয়েছে।
আল্লার ান ইলেকট্রনিক্সের মালিক মাসুুর রহমান জানান, ােকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে এসে তিনি ােকানের সামনে এসে খেতে পান ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে েেখন তার ােকানে আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিস ও ¯’ানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ােকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনা¯’লে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরে পাশাপাশি ব্যবসায়ী নেতা ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি। এরপর ঝিনাইহ থেকে ফায়ার সার্ভিসের আরও ুটি ইউনিট আসলে ড়ে ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান আছে কিš‘ কিছুঠা শ^াসকষ্ট হ”েছ। তাকে অক্সিজেন সাপোর্ট ওেয়া হয়েছে।
ঝিনাইহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। প্রায় ড়ে ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Play online games that redefine fun! Lucky Cola
Fight, win, and rise to the top—join the game now! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola
Slightly elevated agr2 level by oral dehydroepiandrosterone dhea replacement in development and hypospadiasis where buy generic cytotec Com system found 25 answers for mammary gland of a cow crossword clue