কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
\ স্টাফ রিপোর্টার \
”অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার। দেশকে এগিয়ে নিতে এখন নারীরাও অনেক ভূমিকা পালন করে থাকে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন, উষার প্রতিনিধি আব্দুল হান্নান ও বিকশিত নারী ফাউন্ডেশনের কোষাধাক্ষ্য সুফিয়া খাতুন। বক্তাগণ নারীর অধিকার রক্ষায় সমাজের সকল পর্ষায়ে মানুষের এগিয়ে আসার গুরুত্বারোপ করেন। এছাড়াও সভাতে উপজেলার অন্নান্য দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।