কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন, দুটি ম্যাচে কালীগঞ্জ ও ঝিনাইদহ ক্রিকেট দলের জয়লাভ

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সরকারী ভূষণ স্কুল মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করছে। কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের আয়োজনে সকালে মাঠে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের প্রথম দিনের শুভ সূচনা করেন প্রধান অতিথি ফিরোজ। এরপর ১ম ম্যাচে ২০ ওভারের খেলাতে ঝিনাইদহ ক্রীকেট একাদশ ব্যাট করতে নেমে ১২১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কোটচাদপুর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করে। ৩৭ রানের ব্যবধানে ঝিনাইদহ একাদশ জয়লাভ করে। দুপুরের নামাজের বিরতির পর ২ টায় অনুষ্টিত ২য় ম্যাচে টচে জয়ী হয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাধনের সেঞ্চুরিতে ৩ ইউকেট হারিয়ে ২৫৭ রানের এক বিশাল পাহাড় গড়ে কালীগঞ্জ ক্রীকেট একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার লয়্যারস ক্রীকেট একাদশ ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। তাদের দলের পক্ষে ফয়সাল সব্বোর্চ ৮৪ রান করে। বিজয়ী কালীগঞ্জ একাদশের একমাত্র সেঞ্চুরিয়ান ১১২ রান সংগ্রহকারী বাধনকে সেরা খেলোয়াড়ের প্রাইজমানী উপহার দেন সাইফুল ইসলাম ফিরোজের বন্ধু মহল। খেলার আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন, আক্তারুল হক সাগর ও আলতাফ হোসেন। ষ্কোরার ছিলেন, কাত্তিক ভট্টাচার্ষ্য ও খায়রুল হোসেন এবং ধারাভাষ্যে ছিলেন জুয়েল রানা ও টিপু। শনিবার এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হইবে। সকালে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ লস্কার, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্ষ্য, জামির হোসেন, কামরুজ্জামান রাজু, খালেদ সাইফুল্লাহ ছাত্রদলের মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন. জুয়েল রানা, তরিকুল ইসলাম সহ গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তাগণ।

3 thoughts on “কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন, দুটি ম্যাচে কালীগঞ্জ ও ঝিনাইদহ ক্রিকেট দলের জয়লাভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *