কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনালে কালীগঞ্জ ক্রিকেট একাদশ টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং প্লেট গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোটচাদপুর ক্রিকেট একাদশ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ও বিকালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের আয়োজনে দুপুর দেড়টায় সরকারী ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে কালীগঞ্জ ক্রীকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ঝিনাইদহ ওয়ের ফেয়ার ক্রীকেট একাদশ ২০ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে ১৩১ রান করে। বিজয়ী চ্যাম্পিয়ন দল কালীগঞ্জ ক্রীকেট একাদশের অধিনায়ক হাসিব ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হয়। এর আগে সকালে টুর্ণামেন্টের প্লেট গ্রæপের ফাইনাল ম্যাচে কোটচাদপুর ক্রীকেট একাদশ ২০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ২২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার লয়্যারস ক্রীকেট একাদশ ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান করে। প্লেট গ্রæপে চ্যাম্পিয়ন কোটচাদপুরের ধ্রæব সর্বোচ্চ ৭৮ রান করে। এ টুর্ণামেন্টের দুটি ম্যাচে কালীগঞ্জ একাদশের এবি বাধন সব্বোর্চ ১৭৭ রান করায় ম্যান অব দি সিরিজ বিবেচিত হয়। খেলার আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন, আক্তারুল হক সাগর, আলতাফ হোসেন ও আশিকুর রহমান সোহাগ। ষ্কোরার ছিলেন, কাত্তিক ভট্টাচার্ষ্য , খায়রুল হোসেন ও পারভেজ মুন্না এবং ধারাভাষ্যে ছিলেন জুয়েল রানা ও টিপু। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ এ খেলার সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এ সময়ে ক্রীড়া সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ¦ লিয়াকত আলী, আসাদুজ্জামান মুকুল, অজিৎ ভট্টাচার্ষ্য ও
সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Amazing! Its truly awesome piece of writіng, I have
ɡot much clear idea concerning from this piеce of writing.
Aⅼso visit my site: streaming anime; https://hariharparagovernmentiti.com,