কালীগঞ্জে আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা মো: ফারহাদুর রেজা। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসান সাজ্জাদ, আশা কেন্দ্রীয় এ্যাসিস্টেন্ড ডিরেক্টর (ফিসারিজ) সবুজ কুমার চৌধুরী, আশার সিনিয়র ডিস্টিক ম্যানেজার মো: গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ অঞ্চলের আরএম শেখ ফরিদুল ইসলাম, কালীগঞ্জের সদরের ম্যানেজার মো: মখলেচুর রহমান। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর উপজেলার ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দিনব্যাপী মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *