কালীগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক লিমনের তত্ত্বাবধায়নে অক্সিজেন সেবা চলমান

Share Now..


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্বক্ষণিক টিম প্রস্তুত রেখেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন। প্রথমে পাঁচ টি সিলেন্ডার দিয়ে কালিগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের কাজ  শুরু করা হলেও পরবর্তীতে আরও বেশকিছু সিলিন্ডার যুক্ত হয় । কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের   নেতাকর্মীর সমন্বয়ে প্রস্তুতকৃত টিম করোনা রোগীর বাড়ি  গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছে।কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ  স্বেচ্ছাসেবক লীগের টিম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের টিমে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা রেজাউল করিম ,বিল্লাল হোসেন ,অর্ণব বিশ্বাস ,সেলিম রেজা ,শেখ শাহাবুদ্দিন সহ আরও বেশ কয়েকজন । অপরদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমনের  কিছু বন্ধু মহোদয় মহামারী করোনা রোগীর দের জন্য  অক্সিজেন সিলিন্ডার দিয়ে সায়েদ কবির লিমনের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। করোনা কালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার সেবা প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলা  আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন  বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে কে বুকে ধারণ করে আমার নেতা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মহুুরম আব্দুল মান্নানের  নির্দেশনাকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমি সর্বদা কালীগঞ্জ উপজেলার পৌরসভা ও এগারটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি। মহামারী করোনাকালীন সময়ও তার ব্যত্যয় ঘটেনি। দল-মত-নির্বিশেষে করোনাই আক্রান্ত কালীগঞ্জ উপজেলাবাসির খোঁজখবর আমি প্রতিনিয়ত  রাখছি, ভবিষ্যতেও রাখবো। তিনি বলেন ,বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম দুটি সংগঠন স্বেচ্ছাসেবক লীগ  ও ছাত্রলীগের  দুইটি টিম প্রস্তুত রেখেছি করোনা রোগীদের বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার  প্রদানের জন্য। আমি নিজে এব্যাপারটা তত্ত্বাবধায়ন করছি। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন আরো বলেন ,আমি বিশ্বাস করি, রাজনীতির সঙ্গে ‘নীতি’ কথাটা যুক্ত রয়েছে ।আর  নীতি হলো কিছু আদর্শ নিয়ম-কানুন। অতীতে আমি দেখেছি আমার নেতা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মহুুরম  আব্দুল মান্নানের সাথে যারা রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন, তারা নীতি-নৈতিকতার চর্চা করেছেন। এ কারণে তাদের কে  মানুষ শ্রদ্ধা করত। তাদের কথায় জীবন উৎসর্গ করতেও দ্বিধা বোধ করত না। রাজনীতি ছিল ঐ সময় দেশ ও মানুষের সেবা করার সবচেয়ে উত্তম পন্থা। ঐ সময় যারা রাজনীতির খাতায় নাম লেখাতেন তারা আত্মস্বার্থ কখনো বিবেচনায় রাখতেন না। দেশ-জাতি, মানুষের কল্যাণই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণ সাধনায় ব্রতী হয়ে নিজেদের দিকে তাকানোর সময় পেতেন না। জনগণের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলতেন ,আমিও সব ধরনের ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে। আমার নেতা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মহুুরম আব্দুল মান্নানের নীতি কে আগলে রেখে কালীগঞ্জবাসীর কল্যাণে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *