কালীগঞ্জে এজেন্ট ব্যাংক থেকে টাকা গায়েব

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক থেকে এক গ্রাহকের ২ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইব্রাহিম নামের এক গ্রাহক। জানা গেছে, মঙ্গলপৈতা বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক শাখায় দীর্ঘদিন লেনদেন করে আসছিলেন ব্যবসায়ী ইব্রাহিম। অনেক সময় ব্যাংকটিতে না গিয়ে শাখা ব্যবস্থাপকের কথামত তিনি বিকাশ এ্যাকাউন্ট ও নগদ এ্যাকাউন্টের মাধ্যমে শাখা ব্যবস্থাপকের কাছে টাকা পাঠাতেন। পরে এ টাকা মোঃ ইব্রাহিমের হিসাব নাম্বারে (২০৫০৭৭৭০২৫৬৩৪১৩১২) জমা দিতেন শাখা ব্যবস্থাপক এভাবে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত শাখাটিতে মোঃ ইব্রাহিম প্রায় ১১ লাখ টাকা জমা রাখেন। পরে সেখান থেকে সব টাকা গ্রাহক তুলতে পারলেও ২ লাখ ৩৩ হাজার টাকা তুলতে পারেননি। এ সময় তিনি শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে, তিনি ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা ফেরত দেন। পরে ২ লাখ ৮ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে ইব্রাহিমকে ঘুরাতে থাকে। এরপর গ্রাহক ইব্রাহিম কোন উপায়ন্ত না পেয়ে ৫ এপ্রিল কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের নামে অভিযোগ করেন। এ ব্যাপারে গ্রাহক মোঃ ইব্রাহিম জানান, ব্যাংকের পাশেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম আমাকে বলতেন তোমাকে ব্যাংকে যাওয়া লাগবে না। তুমি টাকা আমার মোবাইল ফোনে দিও। তার কথা শুনে ভুল করেছি, এখন তার খেসারত দিচ্ছি। উল্লেখ্য, এর আগে ৫০ জন বিদ্যুৎ গ্রাহকের প্রায় ১৫ লক্ষ টাকা আতœসাতের অভিযোগ উঠেছিল শাখাটির ব্যবস্থাপক তরিকুল ইসলামের বিরুদ্ধে। সে সময় একাধিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গোপনে বিদ্যুৎ বিলের টাকা ফেরত দিয়েছিলেন তরিকুল ইসলাম। এছাড়া এজেন্ট ব্যাংকটির বিরুদ্ধে-২০২৩ সালে এক মালয়েশিয়া প্রবাসীর ১৫ লাখ টাকা টাকা আতœসাতের অভিযোগে ঝিনাইদহের আমলি ম্যাজিষ্ট্রেট (কালীগঞ্জ) আদালতে একটি মামলা চলমান রয়েছে। অভিযোগের ব্যাপারে শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আজিফ জানান, অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *