কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের বড় বাজার নলডাঙ্গা রোডে বিশ্বাস প্লাজার ২য় তলাতে অবস্থিত এনআরবিসি ব্যাংক পিএলসি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এনআরবিসি ব্যংকের কর্মকর্তা এসভিপি আব্দুল গফুর রানা ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূূমি) শাহিন আলম, অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা আহছানুল হক এনাম ও আব্দুল আলিম।
এনআরবিসি ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক নাসিম রেজার উপস্থাপনায় অত্র শাখা কার্ষালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম তোতা, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে কালীগঞ্জ বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী, সুধীজনসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর ব্যাংকটির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ নজরুল ইসলাম।

One thought on “কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *