কালীগঞ্জে ঔষধ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির এক সভা ২১ আগস্ট ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মেসার্স আনোয়ার মেডিকেলের সত্তাধিকারী মোঃ আনোয়ারুল হককে সভাপতি এবং মেসার্স লিটন ফার্মেসির সত্তাধিকারী আলহাজ¦ মাহমুুদুল হাসান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। সভায় ২ জন সহসভাপতি যথাক্রমে মোঃ এরশাদ আলী ও মোঃ বদিউজ্জামান। বাকি ১৩ জন কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌর এলাকাসহ গ্রাম-গঞ্জের সকল ঔষধ ব্যবসায়ীদের মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল ঔষধ বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান।