কালীগঞ্জে চুরিকৃত মোটর সাইকেলসহ চোর আটক

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেল চুরির সময় হাতে নাতে আল-আমিন সর্দার (৪৫) নামের এক চোরকে রাত প্রায় ৮.৩০ মিঃ সময় আটক করেছে এলাকাবাসী। বুধবার রাতে শহরের মোবারকগঞ্জ সুগার মিলের পিছনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ী গ্রামের মজিদ সর্দারের ছেলে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আল আমিন সর্দারের বিরুদ্ধে চুরি, মাদক ও মারামারির ১৯ টি মামলা রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, উপজেলার পিরোজপুর উত্তরপাড়া গ্রামের রনি হুসাইনের একটি লাল-কালো রংঙের ১১০ সিসি’র ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ সময় শহরের কাশিপুর গ্রামস্থ মোবারকগঞ্জ সুগারমিলের পিছনে রাস্তার উপর মোটর সাইকেলটি স্ট্যাট করতে না পারায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গত ১০ বছর যাবৎ বিভিন্ন এলাকা থেকে সে মোটর সাইকেল চুরি করে আসছিল।বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *