কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে আহত ৩ \ হাসপাতালে ভর্তি
\ কালীগঞ্জ সংবাদদাতা \
ঝিনাইদহ কালীগঞ্জ ৯ নম্বর বারবাজার ইউনিয়নে জমি সংক্রান্ত বিষয়ে মহিষাহাটি গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আব্দুল খালেক ও বাদীডিহী গ্রামের আমজাদ হোসেনের বিরোধের জেরে গতকাল সকাল ৯ ঘটিকার সময় আমজাদ গ্রæপের লোকজন খালেক এর তিন ছেলের উপর হামলা করে মারাত্মকভাবে জখম করে। তারা এখন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়। মোঃ আব্দুল খালেক বাদেডিহি মৌজার হাল রেকর্ডে ১৬৮৫ ও ১৬৮৭ দাগের ৫৭ শতক জমি কোন কাগজপত্র বাদে মৌখিক ভাবে ২০০৭ সালে ৭০ হাজার টাকায় বন্ধক রাখে। কথা ছিল ৭০ হাজার টাকা ফেরত দিলে জমি দাতা জমি ফেরত পাইবে। কিন্তু গত ২০ তারিখে এক সালিশের মাধ্যমে জমিদাতা কে জমি ফেরত দিতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বল্লে আমজাদ আলী তা অস্বীকার করে। পরে গতকাল সকাল আনুমানিক ৯টার সময় খালেক পক্ষ জমি দখল নিতে গেলে আমজাদ গ্রæপের লোকজন খালেকের ৩ ছেলে মোঃ ইকবাল (৫০) মোঃ ঠান্ডু (৩৮) মোঃ শাহিন (৩৫) কে মারাত্মক ভাবে আহত করে। হাসপাতাল সূত্রে জানা যায় তিন জনেরই মাথায় গুরুতর রক্তাক্ত জখম সহ আঘাত করে। আহত ইকবাল জানান আমাদেরকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে, কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে বলেন, থানায় আমরা একটা অভিযোগ দিয়েছি।