কালীগঞ্জে পাতবিলা দাখিল মাদরাসার ছাদ ঢালাই উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের প্রথম ছাদ ঢালায়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুদ, উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধরী, ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম জাফরান কবির, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌসী বেগম, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মকলেছুর রহমান, ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান, মুনছুর আলী, লিলি আক্তার, প্রতিষ্ঠাতা সদস্য নাজির উদ্দীন, দাতা সদস্য আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, অভিভাবক সদস্য মোস্তফা মৃধা ও ওয়ালিয়ার রহমান এবং মাদরাসার ঠিকাদারী প্রতিষ্ঠান সুমিট কন্সট্রাক্শনের আসাদুজ্জামান আসাদ।
উদ্বোধনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান। উদ্বোধনের আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজের মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
Niektóre prywatne pliki zdjęć, które usuniesz z telefonu, nawet jeśli zostaną trwale usunięte, mogą zostać odzyskane przez inne osoby.
Зайдите на сайт https://rupokerpokerdom.ru/ и вы сможете играть в увлекательные игры или скачать удобное приложение для игры в покер онлайн. Покердом – официальный сайт представляет большое разнообразие слотов, а также множество приятных бонусов. Подробнее на сайте.