কালীগঞ্জে প্রকাশ্যে দিনের বেলায় ডাকাতি

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে ভ্যান চালক রইচ উদ্দীনের বাড়িতে গতকাল দুপুর ১২টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে। গরু বিক্রির ১ লক্ষ টাকা, মেয়ের কানের দুল ও চেইন অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকর নিয়ে পালিয়ে যায়। মেয়ের বিয়ের জন্য বাড়ির পোষা গরু বিক্রি করে টাকা রাখা ছিল বাড়িতে। একটি মটর সাইকেলে করে তিনজন লোক বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে রইচের মেয়ে ও স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। এ ঘটনার শোনার পর পরই কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিল বলে তিনি জানান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *