কালীগঞ্জে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের মার্কশিট ও পুরস্কার বিতরণ
\ স্টাফ রিপোর্টার \
কালীগঞ্জের সুনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষার মার্কশিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের কক্ষে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রসার পরিচালক মাওলানা মেহেদী হাসান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মনিরুজ্জামান মিঠু।
এ সময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বক্তরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আল্লাহ তোমাদের দ্বিনী ইলম শিক্ষা করার সৌভাগ্য দান করেছেন। তোমরা এই ইলম অর্জন করে কুরআনের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিবে। এছাড়াও রাসুলের আদর্শে নিজেকে গড়ে তুলার আহ্বান জানান তিনি। এরপর শিক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয় ও ২শত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত করা হয়।