কালীগঞ্জে বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ড \ ঝলসে গেছে এক স্কুল শিক্ষিকা

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি ব্যাংক অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ভবনটির দ্বিতীয় তলাতে অবস্থিত কৃষি ব্যাংকটির অফিসটি অল্পের জন্য রক্ষা পেয়েছে।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের নলডাঙ্গা ভ‚ষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার মালিকানাধীন ভবনে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানায়, বিকালে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে থাকা গাড়ীর টায়ারে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় তড়িঘড়ি করে চারতলা থেকে নিচে নামতে গিয়ে স্কুল শিক্ষিকার মুখমÐল ও হাত পা আগুনে ঝলসে যায়। আহত সোমা ব্যানার্জি কালীগঞ্জ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা ডাঃ শেখ মামুনুর রশিদ জানায়, খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ে অগ্নিকাÐে আহত এক স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান, জেনারেটর ও টায়ার পোড়া ছাড়া আর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সম্পা মোদক জানায়, আগুনে পুড়ে আহত
শিক্ষিকার হাত, পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *