কালীগঞ্জে মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারীকে বিনাশ্রম ১ বছরের কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব এ রায় প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আলতাপ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উপজেলার ফয়লা এলাকায় আখের আলীর ছেলে চিহ্নিত মাদককারবারি আতিয়ার রহমানকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সামনে সহকারী কমিশনার (ভূমি) নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সম্মুখে তা ধ্বংস করেন।