কালীগঞ্জে রথযাত্রা উৎসব শুরু

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩ টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। শুভ রথযাত্রা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে কলেজপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মাসির বাড়ি প্রাঙ্গন থেকে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর সাড়ে ৪ টায় আলোচনা সভা রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কাউন্সিলর রুবেল হোসেন, জোগেন বিশ^াস, উজ¦ল বিশ^াস, প্রভাত ও সুফল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথের মোঙ্গল শোভাযাত্রা মাসির বাড়ির প্রাঙ্গন থেকে শুরু করে নলডাঙ্গা স্ট্যান্ড, কালি বাড়ির মোড়, মুরগি হাটার মোড় হয়ে কলেজপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *