কালীগঞ্জে লেগুনার ধাক্কায় মটরসাইকেল আরোহী সহ – ৩ যুবক গুরুতর আহত।
স্টাফ রিপোটারঃ
ঝিনাইদহ কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের মূল গেটের উত্তর পাশে ফায়ার সার্ভিস ষ্ট্রিশনের সামনে মহাসড়কের উপর।
বুধবার বিকাল ৪টার দিকে এক মোটরসাইকেলে তিন যুবক ছিলেন উক্ত স্থানে আসলে এক দ্রুত গতির লেগুনার গাড়ির সজোরে ধাক্কায় তারা সড়কের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হয়।
এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ষ্ট্রিশন অফিসার মামুনুর রশিদ সহ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। ফায়ার সার্ভিসের ষ্ট্রিশন অফিসার মামুনুর রশিদ জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ যুবকের পা ভেঙা সহ গুরুতর যখম হয়েছে।
ঘাতক লেগুনা তাদের ধাক্কা দি পালিয়েছে।
ঘটনাস্থল থেকে আহত যুবকেরা জানান তাদের বাড়ি যশোর জেলায় । তাদের মোটরসাইকেল ভেঙে গেছে ও সেটা উদ্ধার করে বর্তমানে ফায়ার স্ট্রিশনে আছে।