কালীগঞ্জে শতবর্ষী কড়া গাছের ডাল ভেঙে পড়েছে বসত বাড়ির উপর।

Share Now..

” হুসাইন কবীর সুজন “

ঝিনাইদহ কালীগন্জ কোটচাঁদপুর সড়কের আড়পাড়া বিহারি মোড় নমক স্থানে একটি শতবর্ষী মরা শুকনা ডাল ভেঙে পড়েছে মৃত গনি লস্করের ছেলে রেজাউল করিমের দুই তলা বাড়ির উপরে,ছাদ কার্নিস সহ বাড়ির বিভিন্ন ক্ষতি হয়েছে।গত কাল রাত আনুমানিক ৮ টার সময় এই দুর্ঘটনা ঘটে। ঐ এলাকার প্রতক্ষো দর্শী মোমিন মিয়া প্রতিবেদককে জানান, আমার বাড়ির পাশেই রেজাউল করিমের বাড়ি সন্ধ্যায় ঝড় বৃষ্টি হওয়ার পর রাত ৮ টার দিকে প্রচন্ড একটা শব্দ হয়।আমি আমার বাসা থেকে বের হয়ে দেখি শতবর্ষী কড়াই গাছের একটি মরা শুকনা ডাল রেজাউল করিমের বাড়ির উপর ভেঙে পড়েছে তার বাড়ির ছাদ ফেটে গেছে এবং ঐ ডালটা যদি দিনের বেলাই ভেঙে পড়তো তাহলে যান মালের ক্ষতি হতে পারতো।
সংবাদ সংগ্রহ কালে এলাকার বেশ কিছু সুধিজনের সাথে কথা বল্লে তারা অভিযোগ করে বলেন,কোটচাঁদপুর সড়কে বেশ কিছু ১০০ শত বছরের উপরে কড়াই গাছ আছে যার অনেক গাছ ও ডাল মরে শুকায়ে গেছে যা যে কোনো সময় আমাদের জান মালের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
ঝিনাইদহ জেলা পরিষদের সন্মানিত সদস্য জনাব মোঃ জসিম উদ্দিন (সেলিম) এর কাছে দূর্ঘোটা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমিও দেখেছি গাছগুলোর অনেক বয়স হওয়ায় অনেক ডাল ও গাছ মরে গেছে এ গুলো অনেক ব্যাবসা প্রতিষ্ঠান সহ বসত বাড়ির উপর আছে এ গুলো অপসারণের অতি প্রয়োজন আমি জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত দিয়েছি এবং আমাকে তিনি আশ্বস্ত করেছেন, এগুলো অপসারণ করতে পারলে আর কোন সমস্যা থাকবেনা।

One thought on “কালীগঞ্জে শতবর্ষী কড়া গাছের ডাল ভেঙে পড়েছে বসত বাড়ির উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *