কালীগঞ্জে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে এবার ১০১ টি পূজা মন্ডবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। বিগত বছরের তুলনায় এবারে অধিক আরো ৩ টি মন্ডবে পূজার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। শারদীয় দূর্গাপূজা ২০২৪ উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের প্রতিনিধি, রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও সুধি সমাজের উপস্থিতিতে বুধবার (২ অক্টোবার) সকালে পরিষদের অডিটোরিয়ামে এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও আনছার ভিডিবি কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক-তবিবর রহমান মিনি, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, জামায়াতের উপজেলা আমীর মাওঃ আবু তালিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক উজ্জল অধিকারী, কল্যান ট্রাষ্টের জেলা প্রতিনিধি প্রবির বিশ্বাস, গণঅধিকার পরিষদ নেতা ইকবাল কবির রাজন ও উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ইউএনও দেদারুল ইসলাম জানান, উৎসাহ উদ্দিপনা ও শান্তিপূর্ণ পরিবেশে এবারে দূর্গাপূজা আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সবকটি মন্ডবের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আনছার, ভিডিপি ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ছাড়াও প্রতিটি মন্ডবে সেচ্ছাসেবক কমিটি সার্বক্ষনিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন। সভাতে উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *