কালীগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ
\ স্টাফ রিপোর্টার \
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশে হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ-যশোর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতা কর্মীরা। রোববার (৫ নভেম্বর) ভোরে উপজেলার আমবাগান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
এদিকে, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হিরণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময়।
এদিকে, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কালীগঞ্জে ২ বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৮ তারিখ থেকে এ পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।