কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌসুমি খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। মৌসুমি খাতুন কালীগঞ্জের পুকুরিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় ফিরোজ (২৫) নামে এক ইজিবাইক চালক আহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, যশোরগামী একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকে থাকা মৌসুমি খাতুন ছিটকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে গুরুত্বর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ইজিবাইক চালক ফিরোজ হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হক খবর নিশ্চিত করে জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদেন্তর জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।