কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন আহত
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর রোডে কালীগঞ্জ হক চিড়ের মিলের সামনে শালিখা গ্রামের বাসুদেব দত্ত (৪৫) কালীগঞ্জ থেকে গরুর চিকিৎসার ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। হক চিড়ের মিলের সামনে যশোরগামী একটি ট্রাক পিছন থেকে বাসুদেবকে চাপা দেয়। উক্ত দুর্ঘটনায় তার ডান পা ভেঙে চুর্ণ বিচুর্ণ হয়ে গেছে। তাকে যশোর সদর হাসপাাতালে ভর্তি করা হয়েছে।