কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্যানেল মেয়র ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। শনিবার (৩১ আগস্ট) সকালে শহরের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্ষালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে হামিদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রনী ভূমিকা রাখতে পারে এজন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দ্দেশনা দিয়েছেন। হামিদ বলেন, কালীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, বর্তমানে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। তিনি বলেন বিএনপি বা আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম বা চাঁদাবাজি করলে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেব। আপনারা আমাকে দিক নির্দ্দেশনা দিবেন। আগামী দিনে স্বচ্ছভাবে কালীগঞ্জকে এগিয়ে নিতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন রবির সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্য, প্রভাষক এম এ মজিদ, মাহবুবুর রহমান মিলন ও মোজাম্মেল হোসেন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-কলামিষ্ট এম এ কাদের, প্রথম আলোর জেলা প্রতিবেদক আজাদ রহমান, চিত্রা নিউজের বার্তা সম্পাদক শাহাজান আলী সাজু, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, প্রবাহের জাকারিয়া হোসেন, ইত্তেফাকের রফিকুল ইসলাম, নয়াদিগন্তের গোলাম রসুল, সংবাদের সাবজাল হোসেন, কালের কন্ঠের নয়ন খন্দকার উদ্দিন প্রমুখ। এ সময়ে কালীগঞ্জের কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *