কালীগঞ্জে সাড়ে ১২শত কৃষকের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে ১২শত কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আলম। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষককে প্রণোদণার তিল ও মুগ ফসলের বীজ এবং সার দেওয়া হয়। এদের মধ্যে ৭৫০ জন কৃষকতে মুগ ও ৫০০ জন কৃষককে তিল বীজ এবং কৃষক প্রতি ১০ কেজি করে সার দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন। এছাড়াও অনুষ্টানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ও গণমাধ্যমকর্মী সহ কৃষি অফিসের অন্নান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।