কালীগঞ্জে স্কুলছাত্রকে ট্রাক্টর দিয়ে পিষেমারার দায়ে ট্রাক্টর চালক আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
তারিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রকে ট্রাক্টর দিয়ে পিষে মারার দায়ে চালক মিথুনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার র্যাবের একটি আভিযানিক দল যশোরের চৌগাছা উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সুত্রে জানা গেছে, গত ২৫ মার্চ তারিফ তার স্কুল শিক্ষকের সঙ্গে মোটর সাইকেলযোগে প্রাইভেট পড়ার জন্য বারোবাজার যা”িছল। তারা মাজদিয়া শ^শ্মানঘাটে পৌছালে আসামী ট্রাক্টর চালক মিথুন একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক্টর বেপরোয়াভাবে গতিতে চালিয়ে তারিফ ও তার শিক্ষককে চাপা দেয়। এতে ঘটনা¯’লেই তারিফ নিহত হয়। তারফি কালীগঞ্জ উপজেলার সুবর্নাসরা গ্রামের মন্টু মিয়ার ছেলে। সে ¯’ানীয় হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। এ ঘটনায় নিহত’র মামা বাদী হয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামী মিথুন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরসহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়া”িছল। মঙ্গলবার র্যাব-৬ গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে।
Team up with friends or go solo – the choice is yours! Lucky cola