কালীগঞ্জে হনুমান হস্তান্তর
Share Now..
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে অসুস্থ্য হনুমানকে বন বিভাগের কাছে হস্তান্তর করল পুলিশ কর্মকর্তা। শনিবার বিকালে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদের কাছে হনুমানটি হস্তান্তর করেন কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার।
হনুমান হস্তান্তর করার সময় এসআই সাগর সিকদার জানান, শুক্রবার ভোরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় আছড়ে পড়ে। এসময় আমি অসুস্থ্য হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। কিছুটা সুস্থ্য হওয়ার পর বন বিভাগের কাছে তুলে দিচ্ছি।
খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা হনুমানটি নিয়ে যাচ্ছি। পরে সুবিধামত অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
The ultimate online gaming experience – play now Lucky Cola