কালীগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারি আটক
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশন রাস্তার মোড় থেকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ রনি আহমেদ (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৫ জুলাই) রাত ১০-৩০ মিঃ দিকে তাকে আটক করা হয়। আটক রনি যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে। শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রনিকে আটক করে। মাদক উদ্ধারে পুলিশি অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব আজিফ এবং নেতৃত্ব দেন এস আই প্রতীক কুমার। এসময় তার সাথে ছিলেন এ এস আই সোহাগ, এএসআই মাখন ও পুলিশ সদস্যরা। অভিযানে আটক মাদককারবারীর সাথে থাকা ট্রলি ব্যাগের কম্বলের মধ্যে জড়ানো ১০০ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয় এ সময়। ট্রেনে করে এই ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।