কালীগঞ্জে ১৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Share Now..

স্ট্যাফ রিপোর্টার:
ঝিনইদহের কালীগঞ্জে ১৫ শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী কৃষকের মাঝে এসব সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব সার বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এসব সার ও বীজ বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া সহ কৃষি বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে উফশী ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উফশী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার বীজ বিতরণ করা হয়। উপজেলার ১ হাজার ৪’শ ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

এসময় ১২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড জাতেে ধানের বীজ বিতরণ করে কৃষি বিভাগ।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। খাদ্য ঘাটতি পূরণে ও ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

One thought on “কালীগঞ্জে ১৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • December 3, 2025 at 8:31 am
    Permalink

    দারুণ উদ্যোগ! কৃষকদের জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিলো।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *