কালীগঞ্জে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৩৩ শত ৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। মাদক অভিযানে সহায়তা করেন কালীগঞ্জ থানার এসআই শামীম আক্তার, এ এস আই সোহাগসহ পুলিশ সদস্যরা। নাটক মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

One thought on “কালীগঞ্জে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • January 4, 2025 at 7:35 am
    Permalink

    I loved as much as youll receive carried out right here The sketch is attractive your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this hike

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *