কালীগঞ্জে ২টি গরু চুরি হয়েছে
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
কালীগঞ্জ থানার ১১নং রাখালগাছি ইউনিয়নের মোল্যাকুয়া গ্রামের প্রতিবন্ধী সাখাওয়াত মোল্যার ছেলে সাবুদ্দিন মোল্যার ২টি গরু গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়েছে। গরু ২টি আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। কালীগঞ্জ থানার ওসির নিকট বিষয়টি জানতেদ চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানিনা। গরু, ছাগল, মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেল চুরি হচ্ছে। চোরের উপদ্রব্যে কালীগঞ্জবাসী অতিষ্ঠ্য। ইদানিং কালীগঞ্জে চোরের উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে।