কালীগঞ্জে ৯০ এতিমকে খাওয়ালেন ইঞ্জিনিয়ার সাগর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সকলের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়া জেএসসি কারিগরী এতিখানায় এ দোয়া ও খাবার বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে এসব কর্মসূচীর আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর।
অনুষ্ঠানের শুরুতে কোনপাঠ করা হয়। কোরআন পাঠ ও দোয়া শেষে ৯০ জন এতিমদের মধ্যে রান্না করা বিরিয়ানি দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর জানান, বিভিন্ন দিবসে সবাইতো বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে। আমি শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চিন্তা করেছিলাম। যে কারনে এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করেছি।