কালীগঞ্জ জাতীয় কৃষক সমিতির সন্মেলন
” কুদ্দুস সভাপতি জয় সম্পাদক————————————————-প্রেস বিজ্ঞপ্তি—————————আজ ১৩ মে সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সন্মেলন উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় কালীগঞ্জ শহরের রাফা প্লাজায় অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি ডাক্তার আ: কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়দেব কুমার দাশের সঞ্চালনায় সন্মেলনের উদ্ধোধন করেন জাতীয় কৃষক সমিতির জেলা আহবায়ক কমরেড লিয়াকত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড নিমাই চন্দ্র দে, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারন সম্পাদক অরুন কুমার ঘোষ, উপজেলা সাধারন সম্পাদক ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম এবং বাংলাদেশ যুবমৈত্রীর জেলা সভাপতি বিপ্লব বিষ্ণু। আরো বক্তব্য রাখেন কৃষক নেতা গোলাম মোস্তফা, বাহার আলী, আ: মালেক ও জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা রবিউল ইসলাম প্রমুখ। সন্মেলন শেষে ডা: আ: কুদ্দুসকে সভাপতি, গোলাম মোস্তফা ও বাহার আলী সহ-সভাপতি, জয়দেব কুমার দাস সাধারন সম্পাদক, সুবীর কুমার দাস সহকারী সাধারন সম্পাদক এবং জমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
Dive into the most thrilling online gaming experiences! Lucky Cola
Ready to be a legend? Play now and make your mark! Lucky Cola