কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানা পুলিশ গরু সহ চোর আটক করেছে।

Share Now..

স্৮টাফ রিপোটারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ আবারো- চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ।উপজেলার বারোবাজার হাইওয়ে থানা পুলিশ একটি চোরাই গরু বহন করা পিকআপ ভ্যান সহ তিনজন চোর কে আটক করেছে। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মেজবাহ উদ্দীন জানান-গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ মার্চ রবিবার সকাল ৮টার দিকে একটি পিকআপ করে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে।বারবাজার ফুলবাড়ী (ঝিনাইদহ -যশোর মহাসড়ক) নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি চোরাই গাভী গরু ও একটি পিকআপ- ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭, সহ তিন চোরকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে আল-আমিন শেখ(২৫), খুলনা তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজীর ছেলে রাব্বী গাজী(২০)ও একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাকিব হোসেন(২১)।
তিনি আরো জানান , উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের তিন চোর ও তাদের কাছ থেকে উদ্ধার করা ১টি গাভী গরু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।গরুটানা পিকআপ গাড়ীটি বারবাজার হাইওয়ে থানায় জব্দ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *