কালীগঞ্জ বিএনপি’র দোয়া মাহফিল ও সমাবেশ
\ স্টাফ রিপোর্টার \
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। গতকাল শুক্রবার বিকালে কালীগঞ্জ মেইসবাস্ট্যান্ডে অনুষ্ঠিত দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পতœী মুরশিদাজ্জামান পপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকমীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান।