কালীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে আবারও চাঁদাবাজি \ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে গত ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে আবারও চাঁদাবাজি শুরু হয়েছে। অভিযোগে জানা যায, কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর গ্রামের সুরত আলী বলেন, তিনি জমি রেজিস্ট্রি করতে গেলে দলিল লেখক দলিল প্রতি ১০০০/ ১৫০০/ ২০০০/- টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। যাহা বিভিন্ন জমির দাতার কাছ থেকে আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওযা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুৃক কয়েকজন দলিল লেখক বলেন, চাঁদা দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হবে অন্যথায় দলিল রেজিস্ট্রি হবে না। ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট্য একটি চক্র (এরাও দলিল লেখক) উপরের নির্দেশে এই টাকা আদায় করছে বলে জানিয়েছে। নিরপেক্ষ তদন্তপূর্বক এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কালীগঞ্জবাসী।