কাশফুলের ঝলমল বনে হারালেন মিম

Share Now..

কাশফুলের শুভ্রতা নিয়ে আগমন ঘটেছে ঋতুরানী শরৎকালের। সারি সারি কাশফুল ফুটে প্রকৃতি যেন ঝলমল করছে। সেই কাশফুলের বনে হারালেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। 

অভিনয়ের পাশিাপাশি নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। সম্প্রতি শরৎ-এর বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার দিয়ে মিম লিখেছেন, ‘শরতের শেষ থেকে…. বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে’।

বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল। যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নজর ফেরানো দায়’। কারো মন্তব্য, ‘শরৎকে বরণ করে নিলেন মিম।’ কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা কি নিয়ে সেসবও জানতে চেয়েছেন। 

হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে সবার নজরে আসেন মিম। এরপর আর পেছিন ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বশেষ মিমকে সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ সিনেমাতে দেখা গেছে।  এছাড়া ‘ব্ল্যাক’ ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ পরাণ নামের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *