কাশ্মিরে জায়েসের শীর্ষ নেতাসহ ২ জঙ্গি নিহত: পুলিশ
Share Now..
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শীর্ষ নিহত হয়েছে। স্থানীয় পুলিশ পরিদর্শক বিজয় কুমারের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানায়, নিহত দুই জঙ্গী একাধিক সন্ত্রাসবাদে যুক্ত ছিলো। তাদের একজন জঙ্গী সংগঠন জেয়স-এ-মোহাম্মদের কমান্ডার ইয়াসির প্যারায়। অন্যজন বিস্ফোরক বিশেষজ্ঞ ফুরকান। বুধবার পুলওয়ামাতে এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
বিজয় কুমার জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ইয়াসির প্যারায় ও ফুরকান নিহত হয়েছে। তারা উভয়েই দীর্ঘদিন ধরে কাশ্মিরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলো।