কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে ভারতের ৪ সেনা নিহত
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে একটি ভয়ঙ্কর সংঘর্ষের পর অভিযানে ভারতের দুই সেনা কর্মকর্তা এবং দুই সেনা নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এবং পুলিশ যৌথ অভিযান শুরু করার পর সংঘর্ষ শুরু হয়।
জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গল গত কয়েক বছরে একাধিক এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হয়েছে। সন্ত্রাসীরা তাদের অবস্থান লুকানোর জন্য ঘন বন ব্যবহার করে।
সন্ত্রাসীরা তাদের অবস্থান লুকানোর জন্য বিশ্বাসঘাতক পাহাড়, ঘন জঙ্গল এবং আলপাইন বনের সুযোগ নেয়।
গত সপ্তাহে, রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
বুধল তহসিলের গুল্লের-বেহরোট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ দল কর্ডন ও অনুসন্ধান অপারেশন চলাকালীন সকালে সংঘর্ষ শুরু হয়।