কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত

Share Now..

দক্ষিণ কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় একটি গ্রামের সাবেক প্রধানের মৃত্যু হয়েছে। পৃথক আরেকটি হামলায় বন্দুকধারীদের গুলিতে উন্মুক্ত পর্যটন শিবিরে দু’জন আহত হন।

শনিবারের এই ঘটনায় নিহতের নাম আইজাজ আহমেদ শেখ। তিনি দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য ছিলেন আইজাজ। অভিযোগ, তার বাড়ির ভিতরে এসে হামলা চালায় বন্দুকধারীরা৷

ভারতে সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। দুটি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। অনন্তনাগ-রাজৌরি জেলায় এই দম্পতির ওপর হামলা চলে এবং একই অঞ্চলের শোপিয়ান জেলায় সাবেক গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় দৈনিক মিন্টের মতে, জঙ্গিরা একটি পর্যটন শিবিরে গুলি চালায়, সেইসময় পর্যটক দম্পতি আহত হন।

কাশ্মীর পুলিশ সোশ্যাল মিডিয়ায় বলেছে, এই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে ‘আগ্নেয়াস্ত্রের ছয়টি আঘাতে’ হাসপাতালে নেওয়ার আগেই সাবেক পঞ্চায়েত প্রধান নিহত হন।

নির্বাচনকে কেন্দ্র করে হামলা হচ্ছে

১ জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারত-শাসিত কাশ্মীরে, ইতোমধ্যেই পাঁচটি আসনের মধ্যে তিনটিতে ভোট হয়েছে। বাকি দুটি আসনে ২০ মে এবং ২৫ মে নির্বাচন হওয়ার কথা।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভোটের কারণে বিভিন্ন দল অশান্ত এই অঞ্চলে প্রচারণা চালাচ্ছে। যদিও ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ভারতের শাসক দল বলেছে, তারা আঞ্চলিক দলগুলোকে সমর্থন করবে।

পরিসংখ্যান বলছে, কাশ্মীরে ভোটারদের উপস্থিতি চলতি নির্বাচনে খানিকটা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে রাজ্যের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন।

পর্যবেক্ষকেরা বলছেন, ২০১৯ সাল থেকে কাশ্মীর আরো শান্তিপূর্ণ অঞ্চল হয়ে গেছে বলে বিজেপি বারবার দাবি করে এসেছে। কিন্তু বিজেপি আসলে কাশ্মীরের নির্বাচন এড়িয়ে যাচ্ছে কারণ তাদের আশঙ্কা,আসলে এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে।

3 thoughts on “কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত

  • May 19, 2024 at 3:01 pm
    Permalink

    I enjoy what you guys tend to be up too. This type of clever work and exposure!
    Keep up the terrific works guys I’ve added you guys to my blogroll.

    Reply
  • May 19, 2024 at 3:07 pm
    Permalink

    Wonderful blog! I found it while searching on Yahoo News.
    Do you have any suggestions on how to get listed in Yahoo News?
    I’ve been trying for a while but I never seem
    to get there! Thanks

    Reply
  • May 19, 2024 at 3:13 pm
    Permalink

    Pretty component of content. I simply stumbled upon your blog
    and in accession capital to say that I get in fact loved account your blog posts.
    Any way I’ll be subscribing in your augment and even I success you get
    entry to consistently rapidly.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *