কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র, নাগরিকদের প্রস্তুত থাকার নির্দেশ

Share Now..

রাশিয়ার হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে থাকা দেশটির নাগরিকদের দ্রুত আশ্রয়ের জন্য প্রস্তুতও থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার একদিন পর এই সতর্কতা এলো। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেন। এক বিবৃতিতে বলে হয়েছে, অতিরিক্ত সতর্কতা হিসেবে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

ইউক্রেনকে ভারী ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার খবরের মধ্যেই রাশিয়া সম্প্রতি ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন দিয়ে ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালায়। এর ফলে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতির সঙ্গে সাতজন নিহত হয়। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, রাশিয়া আরও বিমান হামলা চালাতে প্রস্তুত। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ানরা কয়েক মাস ধরে ইউক্রেনে ধারাবাহিক হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজুদ করছে। এর মধ্যে রয়েছে কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র, যা তারা এখনো উৎপাদন করে চলেছে। পাশাপাশি কালিবার ও ব্যালিস্টিকও রয়েছে।

এর আগে রাশিয়া কয়েক মাস ধরেই পশ্চিমাদের সতর্ক করে আসছিল, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি দেয়, তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে।

গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়ার গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার পুতিন ‘হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায়’ পারমাণবিক মতবাদে পরিবর্তন এনেছেন।

One thought on “কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র, নাগরিকদের প্রস্তুত থাকার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *