কিয়েভের কাছাকাছি রুশ বাহিনী, বড় হামলার আশঙ্কা

Share Now..

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখী রাশিয়ার সামরিক বহর গত ২৪ ঘণ্টায় আরও তিন মাইল (৫ কিলোমিটার) অগ্রসর হয়েছে। স্যাটেলাইট ইমেজ এবং যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিয়েভের কাছে একটি রাশিয়ান বহরের আশপাশের অঞ্চলে রুশ বাহিনী পুনরায় জড়ো হয়েছে। যা কিয়েভে আরও বড় পরিসরে হামলার ইঙ্গিত দিচ্ছে।
ম্যাক্সার টেকনোলজিস অনুসারে, বহরটি, যা শেষবার কাছাকাছি আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমে দেখা গিয়েছিল। আশপাশের শহরেও চলে গেছে তারা। স্যাটেলাইট চিত্রগুলো দেখায় যে, উত্তরের রুশ বহরের অন্যান্য অংশগুলো লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে। কাছাকাছি অঞ্চলে আর্টিলারিও স্থাপন করেছে।এর আগে গতকাল বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সামরিক বহর গত ২৪ ঘণ্টায় আরও তিন মাইল (৫ কিলোমিটার) অগ্রসর হয়েছে। তারা কিয়েভের দিকে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *